কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ এ ০৪:১৮ PM
ত্রিশাল উপজেলায় কিছু সংখ্যক মৎস্য খামারে পাঙ্গাস মাছের মড়ক লক্ষ করা যাচ্ছে। তাই পাঙ্গাস মাছের মড়কসহ অন্যান্য মাছের রোগবালাই প্রতিরোধ বিষয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্য দপ্তরের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এবং এ বিষয়ে করণীয় নোটিশ বোর্ডে
বিষয়ঃ পাঙ্গাস মাছের মড়কসত অন্যান্য মাছের রোগ প্রতিরোধ প্রসঙ্গে।
উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ত্রিশাল উপজেলায় কিছু সংখ্যক মৎস্য খামারে পাঙ্গাস মাছের মড়ক লক্ষ করা যাচ্ছে। ফলে চাষীরা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাছাড়া শীতকালে। অন্যান্য মাছেও বিভিন্ন ধরণের রোগবালাই দেখা দেয়। তাই পাঙ্গাস মাছের মড়কসহ অন্যান্য মাছের রোগবালাই প্রতিরোধে Good Aquaculture Practice (GAP) এর আওতায় নিম্নের নির্দেশনাসমূহ মেনে চলে যে কোন প্রয়োজনে তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্য দপ্তরের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
পুকুরে পোল্ট্রি লিটার ও হাসঁ-মুরগির নাড়ি-ভূঁড়ি ব্যবহার করা যাবে না;
অখ্যাত কোম্পানীর মানহীন মৎস্য খাদ্য প্রয়োগ করা যাবে না;
যে কোন মেডিসিন ও এন্টিবায়োটিক ব্যবহারের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে;
অতিরিক্ত মজুদ ঘনত্ব অবশ্যই পরিহার করতে হবে;
পুকুরের গ্যাস (যদি থাকে) দূর করতে হবে এবং নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করতে হবে;
রোগ প্রতিরোধে নিয়মিত শীতকালীন পরিচর্চা গ্রহণ করতে হবে;
নিয়মিতভাবে পানির গুণমান পরীক্ষাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে;
প্রয়োজনবোধে পরামর্শ গ্রহণপূর্বক পুকুরের পানি আংশিক (প্রযোজ্য ক্ষেত্রে বেশি) পরিবর্তন করতে হবে; এবং